হায় হোসেন, হায় হোসেন মাতমে শেষ হলো তাজিয়া মিছিল

0
66
হায় হোসেন, হায় হোসেন মাতমে শেষ হলো তাজিয়া মিছিল
হায় হোসেন, হায় হোসেন মাতমে শেষ হলো তাজিয়া মিছিল

হায় হোসেন, হায় হোসেন মাতমে শেষ হলো তাজিয়া মিছিল। পবিত্র আশুরা উপলক্ষে পুরান ঢাকার হোসেনী দালান থেকে মিশিল শুরু হয় ধানমন্ডি গিয়ে শেষ হয় শিয়া সম্প্রদায়ের তাজিয়া মিছিল। করোনা মহামারীর কারনে গত দুই বছর বন্ধ থাকার পর এ বছর পুনরায় রাজধানীর হোসেনী দালান থেকে এ মিছিল শুরু হয়। 

 মঙ্গলবার (৯ আগস্ট) সকাল ১০টায় মিছিলটি চকবাজার, লালবাগ, আজিমপুর-নিউমার্কেট হয়ে ধানমন্ডি লেকে গিয়ে শেষ হয়। 

য়া মুসলমানরা তাজিয়া মিছিলে শোকের প্রতীক হিসেবে খালি পায়ে পুরুষরা কালো পাঞ্জাবি-পাজামা এবং নারীরা কালো কাপড় বা বোরকা পরে মিছিল করেছেন। হায় হোসেন, হায় হোসেন মাতম ও বুক চাপড়ে ফোরাত নদীর তীরের কারবালার মর্মান্তিক ঘটনার স্মরণ করেন তারা।

এছাড়া মাতমকারীদের সেবার জন্য নিয়োজিত ছিল স্বেচ্ছাসেবকরা। তাদের পানি ও শরবত বিতরণ করতে দেখা যায়। 

মিছিলের মূল আয়োজন করে হোসেনী দালান ইমামবাড়া ব্যবস্থাপনা কমিটি। মিছিলে অংশ নেয় বিভিন্ন স্থান থেকে আগত ভক্তরা। শিয়া মুসলমানদের পাশাপাশি অন্যান্য ধর্ম ও সম্প্রদায়ের মানুষ এই তাজিয়া মিছিলে অংশ নেয়। মিছিলের সামনে ছিল ইমাম হাসান ও ইমাম হোসাইনের দুটি প্রতীকী ঘোড়া, দ্বিতীয় ঘোড়ার জিন রক্তের লালে রাঙানো। ধানমন্ডি লেকে প্রতীকী কারবালা প্রান্তরে এসে মিছিল শেষ হয়েছে।