হাজী সেলিম রাজধানীর বিএসএমএমইউ হাসপাতালে ভর্তি

0
129
হাজী সেলিম রাজধানীর বিএসএমএমইউ হাসপাতালে ভর্তি
হাজী সেলিম রাজধানীর বিএসএমএমইউ হাসপাতালে ভর্তি

অবৈধ সম্পদ অর্জন ও দুর্নীতির মামলায় ১০ বছরের কারাদণ্ড পাওয়া আওয়ামী লীগের সংসদ সদস্য হাজী সেলিমকে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার (২৩ মে) সকাল ৯টার দিকে অ্যাম্বুলেন্সে হাজী সেলিমকে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে বিএসএমএমইউ হাসপাতালে আনা হয়। বিএসএমএমইউ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নজরুল ইসলাম খান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, কারাগারে থাকা হাজী সেলিমকে আজ সকালে আমাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি হৃদরোগে আক্রান্ত। হাসপাতালে হৃদ্‌রোগ বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

মহানগর দায়রা জজ আদালতে জেলে যাওয়ার প্রস্তুতি নিয়েই আদালতে আত্মসমর্পণ করেন তিনি। এর আগে সকালে হাজী সেলিম অসুস্থ বিবেচনায় যে কোনো শর্তে জামিন এবং কারাগারে প্রথম শ্রেণির মর্যাদা চেয়ে আদালতে আবেদন করেন তার আইনজীবী। তবে জামিন শুনানি শেষে আদালত তার আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এসময় একদিনের জন্য হলেও তাকে জেলে যেতে হবে বলে মন্তব্য করেন আদালত।