শিক্ষার্থীদের শাহবাগে অবরোধ কর্মসূচিতে পুলিশের বাধা

0
43
শিক্ষার্থীদের শাহবাগে অবরোধ কর্মসূচিতে পুলিশের বাধা
শিক্ষার্থীদের শাহবাগে অবরোধ কর্মসূচিতে পুলিশের বাধা

গণপরিবহণে অর্ধেক ভাড়া কার্যকর করাসহ তিন দফা দাবিতে শিক্ষার্থীদের শাহবাগে অবরোধ কর্মসূচিতে বাধা দিয়েছে পুলিশ। প্রগতিশীল আটটি ছাত্র সংগঠন এ কর্মসূচির আয়োজক ছিল।

সোমবার (২৯ নভেম্বর) দুপুর ১২টার দিকে শাহবাগ অবরোধের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসি থেকে মিছিল বের করেন নেতাকর্মীরা।

মিছিলটি শাহবাগের দিকে গেলে পুলিশ সদস্যরা বাধা দেন। এ সময় নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি হয়। একপর্যায়ে জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নিয়ে নেতাকর্মীরা সমাবেশ শুরু করেন।

শিক্ষার্থীদের দাবির সঙ্গে একাত্মতা পোষণ করে এই আন্দোলনে যোগ দিয়েছে-ছাত্র ইউনিয়ন, ছাত্র ফ্রন্ট, বিপ্লবী ছাত্র মৈত্রী, ছাত্র ফেডারেশন, গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল, ছাত্র ফেডারেশন, পাহাড়ি ছাত্র পরিষদ এবং বিপ্লব ছাত্র-যুব আন্দোলন।

শাহবাগ থানার ওসি কামরুজ্জামান এ বিষয়ে বলেন, ৮টি বাম সংগঠনের নেতাকর্মীরা শাহবাগ মোড় অবরোধ করতে এলে আমরা তাদের বাধা দিই। একটি গুরুত্বপূর্ণ সড়ক আটকে রাখার সুযোগ নেই। পরে তারা জাতীয় জাদুঘরের সামনে সমাবেশ করে।