শহীদ জিয়া শিশুপার্কের নাম পরিবর্তন

0
53
শহীদ জিয়া শিশুপার্কের নাম পরিবর্তন
শহীদ জিয়া শিশুপার্কের নাম পরিবর্তন

ঢাকার শাহবাগে অবস্থিত শহীদ জিয়া শিশুপার্কের নাম পরিবর্তন করে ‘হোসেন শহীদ সোহরাওয়ার্দী শিশুপার্ক’ নামকরণ করা হয়েছে। বৃহস্পতিবার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) দ্বিতীয় পরিষদের একাদশতম বোর্ড সভায় এই নামকরণ অনুমোদন দেয়া হয়।


জানা যায়, চলতি বছেরের ২২শে ডিসেম্বর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওতাধীন এলাকার সড়ক, ভবন ও স্থাপনা নামকরণ সংক্রান্ত উপ-কমিটির সভা অনুষ্ঠিত হয়। এই সভার সুপারিশের আলোকে সোহরাওয়ার্দী উদ্যানের কেন্দ্রীয় শিশুপার্কটির নাম ‘হোসেন শহীদ সোহরাওয়ার্দী শিশুপার্ক’ নামে নামকরণের প্রস্তাব করা হলে তা সর্বসম্মতিক্রমে অনুমোদন পায়।

তবে পার্কটি আধুনিকায়নের নামে গত তিন বছর ধরে বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। এই সংস্কার কাজ শেষ হতে আরো দুই বছর লাগবে। বোর্ড সভায় ডিএসসিসি মেয়র শেখ ফজলে নূর তাপসসহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উল্লেখ যে, ১৯৭৯ সালে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ‘শহীদ জিয়া শিশু পার্ক’ হিসেবে প্রতিষ্ঠিত হয়।