ভারতের বিভিন্ন শহরে পৌঁছেছে করোনার টিকা

0
124

করোনা ভাইরাসের টিকাদানের লক্ষে বিভিন্ন শহরে ভ্যাকসিন সরবরাহ শুরু করেছে ভারত। আজ সকালে পুনে থেকে দিল্লিসহ আরও ১২ টি শহরে করোনার টিকা পৌঁছেছে।

দেশটির সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, ভারতের সেরাম ইন্সটিউটের কোভিশিল্ডের প্রথম ধাপের টিকা পুনে থেকে পাঠানো শুরু হয়েছে।

এর আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঘোষণা দেন, ভারত বিশ্বের বৃহৎ টিকাদান কর্মসূচি আগামী ১৬ জানুয়ারি থেকে শুরু করবে।

প্রতিবেদনে বলা হয়েছে, করোনা টিকার প্রথম চালানের ফ্লাইট সকাল ১০ টা নাগাদ দিল্লিতে পৌঁছেছে। এছাড়া গুয়াহাটি, কলকাতা, হায়দ্রাবাদ, বেঙ্গালুরু, পাটনা ইত্যাদি শহরে করোনার টিকা পাঠানো হচ্ছে।

এদিকে দেশটিতে এখন পর্যন্ত করোনায় শনাক্ত রোগীর সংখ্যা এক কোটি চার লাখ ৭৯ হাজার ছাড়িয়েছে। সেইসঙ্গে মারা গেছে দেড় লাখের বেশি মানুষ।