আজ শরৎচন্দ্রের জন্মদিন

0
65
শরৎচন্দ্র চট্টোপাধ্যায় 
আজ শরৎচন্দ্রের জন্মদিন

“যাকে তাকে গছিয়ে দেওয়ার নামই বিবাহ নয় ! মনের মিল না হলে বিবাহ করাই ভুল”।

– শরৎচন্দ্র চট্টোপাধ্যায় 

আজ অপরাজেয় কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মদিন। ১৮৭৬ সালের ১৫ সেপ্টেম্বর ব্রিটিশ ভারতের বেঙ্গল প্রেসিডেন্সির হুগলি জেলার দেবানন্দপুর গ্রামে এক দরিদ্র ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। 

তাঁর ডাক নাম ছিল ন্যাড়া। পাঁচ ভাই বোনের মধ্যে তিনি ছিলেন দ্বিতীয়। 

তাঁর লেখা অসংখ্য উপন্যাস, ভারত বর্ষের বিভিন্ন ভাষায় অনুদিত হয়েছে। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত বিখ্যাত উপন্যাস গুলোর মধ্যে রয়েছে-বড়দিদি(১৯১৩), পল্লীসমাজ(১৯১৬),  দেবদাস(১৯১৭), চরিত্রহীন(১৯১৭), শ্রীকান্ত(চারখন্ড ১৯১৭-১৯৩৩), দত্তা(১৯১৮), গৃহদাহ(১৯২০), পথের দাবী(১৯২৬), পরিণীতা(১৯১৪), শেষ প্রশ্ন(১৯৩১) ইত্যাদি। 

শুধু তাই নয় তার চিত্রশিল্পেও সুনাম অর্জন করেছিলেন তিনি। বার্মায় থাকার সময়ে আঁকা তৈলচিত্র ‘মহাশ্বেতা দেবী’ তন্মধ্যে সবচেয়ে পরিচিত। তিনি সামাজিক অবিচার, কুসংস্কার ও ধর্মের নামে অনৈতিক সংস্কারের বিরোধী ছিলেন। তার রাজনৈতিক উপন্যাস পথের দাবি সরকার কর্তৃক বাজেয়াপ্ত। তারুণ্যের বিদ্রোহ এবং স্বদেশ ও সাহিত্য তার প্রবন্ধ গ্রন্থ। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে জগত্তারিণী স্বর্ণপদক ও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তিনি ডিলিট (১৯৩৬) উপাধিতে ভূষিত হন। 

১৯৩৮ সালের ১৬ জানুয়ারি কলকাতার পার্ক নার্সিং হোমে তিনি মারা যান।