আজ প্রাক্তনকে ক্ষমা করা দিবস

0
76
আজ প্রাক্তনকে ক্ষমা করা দিবস
আজ প্রাক্তনকে ক্ষমা করা দিবস

বদলে গেছো তুমি, চলে গেছো বহুদূর, এ হৃদয়ের প্রান্তর পেড়িয়ে, হয়তো কোনদিন আর ফিরে আসবে না। হৃদয়ের শত ক্ষত নিয়ে আজও বেঁচে আছি তোমার অপেক্ষায়। তবে বিষাদের চিহ্ন যেন দুমরে মুচরে দিয়েছে আমাকে। তাই নিরবে তোমাকে বলি “অতএব ক্ষমা করে দিলাম, শুধু ভুলে যেও আমাকে, মন থেকে মুছে ফেলো আমার যত স্মৃতি।”

রাইসুল আলম জন

এমন প্রাণ ভরা আবেদনের শব্দগুলো প্রতিটা প্রেমিক প্রেমিকার হৃদয়ে। আজ ১৭ অক্টোবর, প্রাক্তনকে ক্ষমা করে দেয়া দিবস। ২০১৮ সালে যাত্রা শুরু হয় বিচিত্র দিবসটির।

সব প্রেম পূর্ণতা পায় না। কিছু কিছু বিচ্ছেদ যেন হয় যন্ত্রণা। আর বিচ্ছেদ মানেই রাগ, অভিমান কিংবা ঘৃণা। চলে যাওয়া মানুষটির প্রতি থাকে আক্ষেপ। তার চেয়ে প্রাক্তনকে নিঃশর্তে ক্ষমা করে দিলে কমে যায় ভেতরের কষ্ট, যন্ত্রণা। কারণ অতীত স্মৃতি শুধু কষ্টের সৃষ্টি করে।